
ছবি:নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ও অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬১ পরিবারের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বুধবার পরিবার প্রতি দুইটি করে ৩২২টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ছাগল ও উপকরণ বিতরণ করেন ইউএনও (অতিরিক্ত দয়িত্ব) বাবলু সূত্রধর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হকের সঞ্চালনায় ছাগল ও উপকরণ বিতরণের সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা
