
ছবি:নিজস্ব
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক বিশেষ অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় ৩২ লক্ষ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে।
বৃহস্পতিবার বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর বিওপি’র একাধিক আভিযানিক টহল দল সীমান্তের শূন্যরেখা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬টি গরু, ১টি মহিষ ও ১টি ইজিবাইক আটক করে। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুরাইঘাট ও লালাখাল বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩টি গরু, ৫০০ কেজি সুপারি, ২টি সিএনজি, ৩০০ কেজি পিয়াজ ও ১৬০ কেজি চা পাতা আটক করে। এসব মালামালের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৪ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, চোরাচালান দমন ও সীমান্ত সুরক্ষায় জকিগঞ্জ ব্যাটালিয়নের তৎপরতা অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / সুলতানা
