ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ AM

জুলাই অভ্যু*ত্থানের সময় মানব*তাবিরো*ধী অপরাধে হাসিনা-কামালের মৃ*ত্যুদ*ণ্ড

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০১:৩৮:৩০ AM

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে  আনন্দ মিছি*ল

ছবি:সংগৃহীত


জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর শেখ হাসিনা দাবি করেছেন, তিনি আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ পাননি, আর ভারত জানিয়েছে-সাবেক এ প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার তাদের অবস্থান অপরিবর্তিত।

সোমবার  বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে যা বলা হয়েছে-ট্রাইব্যুনাল জানায়, পাঁচটি অভিযোগের সবকটিতেই অপরাধ প্রমাণিত। এর মধ্যে: শেখ হাসিনাকে একটি কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি অনুযায়ী আমৃত্যু কারাদণ্ড, তিনটি কাউন্টে মৃত্যুদণ্ড। আসাদুজ্জামান খান কামালকে চারটি কাউন্টে মৃত্যুদণ্ড

এ ছাড়া দুজনের বাংলাদেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত এবং হতাহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাসিনার প্রতিক্রিয়া: ‘বিচার নিরপেক্ষ নয়’

ভারত থেকে পাঠানো বিবৃতিতে শেখ হাসিনা মামলায় আনা সব অভিযোগ তিনি অস্বীকার করছেন।  তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি, তার পছন্দের কোনো আইনজীবী আদালতে ছিলেন না, আদালত ছিল ‘পক্ষপাতদুষ্ট’, বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, লক্ষ্য আওয়ামী লীগকে বলির পাঁঠা করা তিনি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার দাবি করেন।

হাসিনা বলেন, ‘নামের মধ্যে ‘আন্তর্জাতিক’ থাকলেও এখানে কোনো আন্তর্জাতিক মানদণ্ড নেই।’

ভারতের অবস্থান: আশ্রয় নিয়ে নড়ছে না দিল্লি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়- ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবিসি জানিয়েছে-ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই নেই।

তার নিরাপত্তার স্বার্থে তাকে ‘সাময়িক মানবিক আশ্রয়’ দেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনাও নেই।

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকর ব্যবহার করেই ভারত অনুরোধ নাকচ বা দীর্ঘসূত্রতায় ফেলতে পারে বলেও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায় বিবিসি।

রাষ্ট্র ও প্রসিকিউশনের বক্তব্য

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন-জুলাই শহীদেরা ন্যায়বিচার পেয়েছে। রাষ্ট্রের প্রতি, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এটি একটি যুগান্তকারী রায়।’

তিনি জানান, পলাতক আসামিদের ফেরত আনতে সরকার প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা নেবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রত্যর্পণ চুক্তি অথবা ইন্টারপোল-দুই পথেই আসামিদের দেশে আনা সম্ভব।

বিএনপির প্রতিক্রিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন-

‘ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, একদিন আদালতে দাঁড়াতে হয়-এ রায় সেই উদাহরণ।’ তার মতে, রায়টি ভবিষ্যতের জন্য একটি শিক্ষা।

সিলেটে: আনন্দ মিছিল

সোমবার সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রায়ের পর মিষ্টি বিতরণ করে। দলটির নেতারা বলেন-‘রায় কার্যকর হলে শহীদেরা পূর্ণ শান্তি পাবে।’

জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলো। রায়কে কেন্দ্র করে দেশে-বিদেশে তীব্র আলোচনা শুরু হয়েছে। এখন নজর গিয়ে ঠেকেছে- পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ আসলে কোন পথে এগোয় এবং ভারত কোন অবস্থানে স্থির থাকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা