ছবি: জৈন্তা বার্তা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় তালিমপুর ইউনিয়নের কানোনগ বাজারে বড়লেখা থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘সামাজিক সচেতনতা ছাড়া মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। কোনো অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে- আমরা দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
সভায় সভাপতিত্ব করেন কানোনগ বাজার বণিক সমিতির সাবেক উপদেষ্টা গীতেশ চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তালিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্টার মাওলানা রুহুল আমিন, ইউপি সদস্য এনামুল হক, সঞ্জিব দাস, ছালেহ আহমদ, এবং বণিক সমিতির দপ্তর সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই আন্দুর রহিম, এএসআই আব্দুল হালিম সিকদার, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজি বাবুল আহমদ, নাজমুল হুদা, বিলাল উদ্দিন, বুরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




