ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড ও ওপি), অড়হড় এবং বোরো (উফশী ও হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,৬৫৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আয়োজিত উদ্বোধনী সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন-
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক সেলিম মিয়া প্রমুখ।
কোন ফসলে কত কৃষক পাচ্ছেন বীজ-সার
কর্মসূচির আওতায় মোট ২,৬৫৫ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে-
গম : প্রতি কৃষককে ২০ কেজি করে-৩৫ জন
সরিষা : প্রতি কৃষককে ১ কেজি করে-১,৫০০ জন
সূর্যমুখী (ওপি) : ১ কেজি করে-১০ জন
সূর্যমুখী (হাইব্রিড) : ১ কেজি করে-১৫০ জন
চিনাবাদাম : ১০ কেজি করে-২৫ জন
অড়হড় : ২ কেজি করে-৩৫ জন
বোরো (উফশী) : ৫ কেজি করে-৬৫০ জন
বোরো (হাইব্রিড) : ২ কেজি করে-২৫০ জন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল কৃষি গঠনে এ প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




