ছবি: জৈন্তা বার্তা
মো. আশিকুর রহমান, আজমিরীগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবু কমছে না সব্জির দাম। শীতকালীন সবজির এই মৌসুমেও দাম না কমায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
সোমবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দামের চিত্র দেখা গেছে। দুই-একটি সবজি ৫০ টাকার নিচে পাওয়া গেলেও বেশিরভাগ সবজির দাম ৭০ থেকে ৮০ টাকা বা তারও বেশি। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি গোল বেগুন ৮০ টাকায়, শিম প্রতি কেজি ১২০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৫০ টাকা আর পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো প্রতি কেজি ১২০ টাকা, ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৭০ টাকা, ছোট আকারের বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, পাতি লাউ প্রতিটি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৭০ টাকা ও কাঁচকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কারণ শীত প্রায় চলে এসেছে। এই সময়ে সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে থাকার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ৮০/১০০ টাকার নিচে বাজারে সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছেন। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগও চোখে পড়ে না।
সবজির দাম প্রসঙ্গে কাঁচাবাজারের সবজি বিক্রেতা সলিম মিয়া বলেন, বাজারে সবজির দাম বাড়তি। পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। নতুন সবজি বেশি বেশি বাজারে উঠলে তখন দাম কমে যাবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




