ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশের মানুষ মুক্তি পাবে। মানুষের ভোটাধিকার, স্বাস্থ্য, বাসস্থানসহ সব মৌলিক অধিকার রক্ষা পাবে। এর জন্য তারেক রহমানের এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
রবিবার রাতে গোলাপগঞ্জের লক্ষনাবন্ধ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান আহমদের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুসাব্বির আলী। রেদোয়ান আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য দেন হাশির আলি, মকতদির আলী, আলাউদ্দিন আহমদ, জয়নাল আহমদ, আসাব উদ্দিন, কয়েস আহমদ, মিনহাজ উদ্দিন ও সাহেদ আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুমান আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




