কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০০ AM

গোয়াইনঘাটের ফতেপুরে আব্দুল হাকিম চৌধুরীর পথসভা

কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৯:৩৮:২৩ PM

কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট–৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন,‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সিলেট–৪ আসনের জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধ। এখন পর্যন্ত কেন্দ্র থেকে কাউকে চূড়ান্ত বা প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক-আমাদের নেতা তারেক রহমান যা সিদ্ধান্ত দেবেন, আমরা সেটিই মেনে নেব।’

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন,‘মনোনয়নের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন। ঐক্য বজায় রাখুন-এটাই আমাদের শক্তি।’

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় ফতেপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ ব্যাপক উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. শাহজাহান সিদ্দিকী, ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ।এছাড়াও উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মেম্বার, কৃষক দল সভাপতি কামরুল ইসলাম মেম্বার, শ্রমিক দল সভাপতি লোকমান আহমেদ মেম্বার, বিএনপি নেতা তারা মিয়া মুরব্বি, সোয়াব আলী মুরব্বি, বিলাল মুন্সি, যুবদল নেতা ওয়ারিস আহমেদ, আনোয়ার হোসেন শাহান, কামাল উদ্দিন, খান মোহাম্মদ ইয়াহিয়া, শাহরিয়ার সেবুল, ওয়াদুদ চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, ছাত্রদল সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, যুবদল নেতা আব্দুল আলিম, শাহ আলম, ফখরুল, রুমেল, ও ছাত্রদল নেতা নাসিম আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ঐক্য ও সংগঠিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা