রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অব*রোধ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১২ AM

রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অব*রোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১১:১৬:৫১ PM

রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অব*রোধ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে থানা থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর দিকে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। ভোর রাতে গাছ ফেলা হলেও সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে সড়ক পরিষ্কার করলে যান চলাচল সাভাবিক হয়। তবে গাছ ফেলে ডাকাতি করা হয়েছে না কি সড়ক অবরোধ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজগর থানা থেকে উত্তর দিকে প্রায় ২ কিলোমিটর দূরে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভোর রাত ৪টার দিকে দুটি বড় গাছ কেটে ফেলে রাখে দূর্বৃত্তরা। এ সময় যান চলাচল তেমন না থাকলেও দূরপাল্লার কয়েকটি গাড়ি আটকে থাকে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

ফায়ার স্থানীয় লোকজন সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সড়ক পরিষ্কার করেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যায়। 

স্থানীয় লোকজন জানান, ভোর রাতে খুব জোরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তারা। এখানে যে গাছ ফেলা হচ্ছে সেটি তারা আঁচ করতে পারেননি। 

এদিকে পুলিশ বলছে, দক্ষ গাছ কাটার লোক ছাড়া এত দ্রুত এখানে এত বড় গাছ ফেলা সম্ভব নয়।  তবে ডাকাতির উদ্দেশে গাছ ফেলা হয়নি বলে তারা মনে করছেন। ভোরে এখানে কোনো গাড়িতে আক্রমণের খবরও পাওয়া যায়নি। 

রাজনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, ভোর ৪টা ৫০ মিনিটে ওসি মোবারক হোসেন আমাকে ফোন দিয়ে ঘটনার কথা জানান। খবর পেয়ে আমরা দল নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা প্রাথমিকভাবে পরিষ্কার করি। গাছ অপসারণের কাজে সহায়তা করতে যোগ দেন মৌলভীবাজার সওজ এর কর্মীরা। সড়ক সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পর স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, আমি টহলরত অবস্থায় মুন্সীবাজার এলাকায় ছিলাম। পরে রাজনগর হয়ে টেংরা বাজার যাই। এ সময় নন্দীউড়া বিদ্যালয়ের সামনের সড়কের উপর তিনটি গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। 

তিনি আরও বলেন, এখানে সড়ক অবরোধ না কি ডাকাতির চেষ্টা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে ডাকাতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। 








জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা