মাধবপুরে পানির নিচে রাস্তা চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৪ AM

পানি নিষ্কাশনের পথ বন্ধ ও সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ভো*গান্তি

মাধবপুরে পানির নিচে রাস্তা চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ১২:১৩:১০ AM

মাধবপুরে পানির নিচে রাস্তা  চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ এক বছর ধরে পানির নিচে ডুবে রয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকা এবং সরকারি উদ্যোগে সংস্কারের কাজ না হওয়ায় এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় ১.৭৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি (এলজিইডি রাস্তা আইডি নং ৬৩৬৭৩৫০২৩) বর্তমানে রজব আলীর বাড়ির অংশে সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে।

এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করতেন কমলপুর, নয়নপুর, দেবীপুর, কালিকাপুর, রামনগর, চৈতন্যপুর, গোপীনাথপুর ও হরিণখোলা-এই আট গ্রামের প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ। এখন তারা বাধ্য হয়ে বিকল্প কাঁচা পথ ব্যবহার করছেন।

বিশেষ ভোগান্তিতে পড়েছেন এলাকার শিক্ষার্থীরা। হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা, আজিজুর রহমান স্কলার একাডেমি ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন কাদা ও পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় কিছু ব্যক্তি রাস্তার পাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্কাশন পথ খুলে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তা মানেননি। ফলে বর্ষাকালে এলাকাটি তীব্র জলাবদ্ধতায় ডুবে থাকে এবং কোনো যানবাহন চলাচল করতে পারে না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ বলেন, ‘রাস্তাটি সংস্কার করা একান্ত জরুরি। বিভিন্ন সময়ে আবেদন করেছি, কিন্তু এখনও কোনো কাজ হয়নি।’

স্থানীয় বাসিন্দা রজব আলী বলেন, ‘কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই এটি জরুরি ভিত্তিতে মেরামত করা হোক।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপালের আবেদনের ভিত্তিতে রাস্তা পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থাও নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২২ সালে এলজিইডি প্রধান প্রকৌশলীর কাছে ওই সড়কটি জরুরি ভিত্তিতে পাকা করার জন্য সুপারিশ করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা