১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ AM

১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১০:৩৩:৪৩ PM

১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম

ছবি:সংগৃহীত


১৩ বছর ধরে মেয়ে হত্যার ন্যায়বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছেন বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ ফতেহপুর গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী সেলিনা বেগম। স্বামীকে রহস্যজনকভাবে হারানোর অল্প কিছুদিন পরই জমি-বিরোধের জেরে খুন হন তাঁর স্কুলপড়ুয়া মেয়ে সুমনা আক্তার (১৪)। সেই থেকে ন্যায়বিচারের প্রত্যাশায়  অশ্রুসিক্ত দিনই এখন তাঁর জীবনের অংশ।

সেলিনা বেগম জানান, মাত্র সাড়ে চার শতক জমি নিয়ে বিরোধের কারণে তাঁর স্বামী আবুল কালাম রহস্যজনকভাবে মারা যান। একই বিরোধের জেরে ২০১২ সালের ১৯ নভেম্বর সকালে প্রতিপক্ষের হামলায় নিহত হয় মেয়ে সুমনা। তিনি নিজে বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সমসুল ইসলাম, মখলিছুর রহমান, আব্দুল খালিক, মাসুক আহমদ, সাবিনা ইয়াছমিন ও রিমা বেগমকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দিলে মামলাটি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন হয়। কিন্তু এরপর উচ্চ আদালতের বিভিন্ন স্থগিতাদেশে মামলার বিচার দীর্ঘদিন আটকে থাকে। সম্প্রতি আদালত স্থগিতাদেশ অগ্রাহ্য করে নির্ধারিত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তবে আসামিপক্ষ এখনও নানা অজুহাতে সময় চাইছে বলে অভিযোগ বাদীপক্ষের।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন,‘আসামিপক্ষ বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে টালবাহানা করছে।’

সেলিনা বেগম জানান, দীর্ঘ ১৩ বছরের এই লড়াইয়ে তিনি প্রায় সর্বস্ব হারিয়েছেন। অর্থশক্তি ও সামাজিক প্রভাবের কাছে তাঁর কান্না আজ অসহায়। তিনি রাষ্ট্র ও আদালতের কাছে দ্রুত ন্যায়বিচার এবং মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২০ নভেম্বর সেলিনা বেগম বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ১৫, তারিখ: ২০-১১-২০১২)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা