জৈন্তাপুরে বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ AM

জৈন্তাপুরে বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৬:৫৩:২৩ PM

জৈন্তাপুরে বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা বাস্তবায়ন ও এ বিষয়ে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বুধবার (৫ই নভেম্বর) বিকেল ৩;৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরে ঐতিহাসিক ইরাদেবী মিলনায়তন মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

এ সময় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ  বলেন বাংলাদেশের মানুষের মুক্তির পথ ও মৌলিক অধিকার বাস্তবায়নে ৩১ দফার কোন বিকল্প নেই। তৃণমূল নেতৃবৃন্দের এই ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৩০০ আসনের মধ্যে সিংহভাগ আসনে সম্ভাব্য প্রার্থী দের নাম ঘোষণা করা হয়েছে। সিলেট -৪ আসনে এখনোও অপেক্ষমান। তিনি বলেন সিলেট -৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ উপজেলার মানুষের একটাই দাবী, সেটা হলো সংসদ সদস্য প্রার্থী যেন স্হানীয় নেতৃত্ব থেকে মনোনয়ন দেয়া হয়। 

তিনি বলেন, আমি হেলাল উদ্দিন আহমেদ জৈন্তা গোয়াইনঘাটের মাটি ও মানুষের সাথে এই জনপদে বেড়ে ওঠা। দীর্ঘদিন এই জনপদের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে সুখ দুঃখের ভাগী হয়ে রাজনীতি করে আসছি। এই জনপদের মানুষের চাহিদা ও কল্যাণের কথা বিবেচনা করে আগামীতে মহান জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হতে আপনাদের সকলের সমর্থন চাই।

তিনি আরো বলেন, সিলেট -৪ আসনে খনিজ সম্পদে ভরপুর। আজ লাখ লাখ মেহনতী শ্রমিক পাথর কুয়ারী ও বালু মহাল বন্ধ থাকায় বেকার জীবন যাপন করছে। তিনি বলেন, নির্বাচিত হয়ে এলে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পাথর কুয়ারী ও বালু মহাল গুলো উন্মুক্ত করাই হবে সর্বপ্রথম কাজ।

এরই পাশাপাশি বছরের পর বছর জৈন্তার প্রাকৃতিক গ্যাস জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়াই হবে আমার অন্যতম কাজ।

এ সময় গণ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি,সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন , মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন,লোকমান উদ্দিন,বাবুল চেয়ারম্যান ও কামাল উদ্দিন। 

এ ছাড়াও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুদরত উল্লাহ ভান্ডারী,মুসলিম আলি,হেলাল আহমেদ, হাফিজ মুছব্বির,তারা মিয়া,মছদ্দর আলি আব্দুস শুকুর, হুমায়ন কবির খান,জালাল উদ্দিন ( মেম্বার), ইন্জিনিয়ার ইলিয়াস হোসেন, সোলেমান আহমদ বেড়াই,আব্দুর রকিব মেম্বার।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সাব্বির আহমেদ, দুলাল আহমেদ রায়হান আহমেদ, শুয়েব আহমেদ, রহমত মারুফ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা