ছবি:সংগৃহীত
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমেদ বলেছেন,‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-এটাই জনগণের মুক্তির পথ।’
রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নান। পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, কৃষিবিষয়ক সম্পাদক সুলেমান তালুকদার, তাজ উদ্দিন, সদস্য (উপজেলা বিএনপি), ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন রবি
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।
উপস্থিত ছিলেন - সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমান উল্লাহ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়নের সংগঠক জিয়াউর মেম্বার, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন ও সদস্য এমরান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন ও যুগ্ম আহ্বায়করা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল আহমদ ও অন্যান্য নেতারা
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




