আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে - ডা. শফিকুর রহমান
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০১ AM

আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে - ডা. শফিকুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১২:২৪:০২ AM

আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে - ডা. শফিকুর রহমান

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে। জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দেবো। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে দেশবাসীর সেবা করবো। দেশে যেন আর কখনও ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভোট একটি পবিত্র আমানত, এর সঠিক ব্যবহার করতে হবে।’

বুধবার রাতে সিলেট নগরীর ময়ূরকুঞ্জ কনভেনশন হলে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের মাঠ পর্যায়ের দায়িত্বশীল ও ভোটকেন্দ্র পরিচালকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমীর।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং পরিচালনা করেন মহানগর নায়েবে আমীর ডা. নূরুল ইসলাম বাবুল ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী শায়খ মাওলানা আবদুস সালাম আল মাদানী, মহানগর সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী এডভোকেট মুহাম্মদ আবদুর রব, মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ, শাবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের প্রমুখ।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘জনগণ যদি উপযুক্ত প্রার্থীকে ভোট দেন, তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে। সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্ধারণ করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন জরুরি। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা