ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে এ মিছিল-সমাবেশ হয়।
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে এবং হাকিম চৌধুরীর মনোনয়ন দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনউল্লাহ এবং পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, কমর উদ্দিন, এখলাছুর রহমান, জমশিদ আলী, যুবদল নেতা রফিক আহমদ, আলমগীর হোসেন, সরকুম আলাদা, আলী হোসেন, রহিম উদ্দিন, পারভেজ আহমদ, হেলাল উদ্দিন ও তেরা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন-‘কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট–জৈন্তাপুরের মানুষের সুখ–দুঃখে সবসময় ছিলেন হাকিম চৌধুরী। তাঁকে সিলেট–৪ আসনে ধানের শীষের প্রার্থী করা হলে বিজয় নিশ্চিত।’
স্থানীয় নেতা-কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মনোনয়ন বিবেচনার অনুরোধ জানান তারা।
সমাবেশ শেষে হাকিম চৌধুরীর সমর্থনে শ্লোগানে মহাসড়ক এলাকা মুখর হয়ে ওঠে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




