সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ AM

সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:০৯:০২ PM

সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে এ মিছিল-সমাবেশ হয়।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে এবং হাকিম চৌধুরীর মনোনয়ন দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনউল্লাহ এবং পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আজিজুল ইসলাম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, কমর উদ্দিন, এখলাছুর রহমান, জমশিদ আলী, যুবদল নেতা রফিক আহমদ, আলমগীর হোসেন, সরকুম আলাদা, আলী হোসেন, রহিম উদ্দিন, পারভেজ আহমদ, হেলাল উদ্দিন ও তেরা মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন-‘কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট–জৈন্তাপুরের মানুষের সুখ–দুঃখে সবসময় ছিলেন হাকিম চৌধুরী। তাঁকে সিলেট–৪ আসনে ধানের শীষের প্রার্থী করা হলে বিজয় নিশ্চিত।’

স্থানীয় নেতা-কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মনোনয়ন বিবেচনার অনুরোধ জানান তারা।

সমাবেশ শেষে হাকিম চৌধুরীর সমর্থনে শ্লোগানে মহাসড়ক এলাকা মুখর হয়ে ওঠে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা