ফাইল ফটো
পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির শুধু অভিনয় দিয়েই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই খবরের শিরোনামে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত রয়েছে তার। এবার আবারও পুরোনো প্রেম নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।একসময় পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন হানিয়া। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা পাকিস্তানি শোবিজের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়।
২০২০ সালে হানিয়া জানান, তারা শুধু ভালো বন্ধু। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, অসীম বাগদানও সেরেছিলেন অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি হানিয়া আমির ও অসীম আজহারকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে, নতুন করে প্রেমের গুঞ্জন ডালপালাও মেলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশকিছু ভিডিও ও ছবি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।অসীম তার ২৯তম জন্মদিনের আগে ঝাপসা একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে নেটিজেনরা হানিয়ার উপস্থিতি খুঁজে পেয়েছেন। অনেকে এটিকে তাদের নতুন সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলেও মন্তব্য করেছেন।
এ ছাড়াও অসীমের জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে হানিয়া ও অসীমকে একই স্থানে দেখা গেছে। যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি, তবে অন্য একটি ছবিতে তাদের একসঙ্গে বসে খাবার খেতে দেখা গেছে বলে দাবি করছেন অনেকে।বলা দরকার, চলতি বছরের শুরুর দিকে মেরুব আলীর সঙ্গে তিন বছরের বাগদান ভেঙে দেন অসীম। এরপর গত আগস্টে অসীমের কনসার্টে হানিয়ার উপস্থিতি এবং সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।সম্প্রতি কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও দাবি করেছে, হানিয়া-অসীম আবারও সম্পর্কে জড়িয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি হানিয়া বা অসীম কেউই।
জৈন্তাবার্তা / সুলতানা




