ছবি:সংগৃহীত
সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় তিনি হঠাৎ খাদিম এলাকার বিভিন্ন চা-বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের কাজের বাস্তবতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
খন্দকার মুক্তাদির চা-শ্রমিকদের পাশে বসে চা পান করেন, গল্পে মেতে ওঠেন এবং সবার সঙ্গে সেলফিও তোলেন। শ্রমিকরা জানান, ভোরের আলো ফোটার আগেই তারা কাজে বের হন। দীর্ঘ পথ হেঁটে বাগানে গিয়ে চা-পাতা তোলেন। কম মজুরি, রেশন সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার অভাবসহ নানা সমস্যার কথা তারা মুক্তাদিরের কাছে তুলে ধরেন।
এসময় খন্দকার মুক্তাদির বলেন,‘চা-শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বেতন, রেশন, শিক্ষা–স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হবে। চাকরির স্থায়িত্ব ও জমির স্থায়ী বরাদ্দসহ সব ন্যায্য অধিকারের জন্য আমরা কাজ করবো।’
তাঁর সঙ্গে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




