ছবি:সংগৃহীত
মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মৃত্যুবরণ করা সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ মঙ্গলবার দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।
দীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব জানান, ফ্লাইটজনিত ত্রুটির কারণে নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার মরদেহ পাঠানো সম্ভব হচ্ছে না। নতুন ফ্লাইট নিশ্চিত হলে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি পুনরায় জানানো হবে।
এর আগে দিবাকর তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুরে বিমানযোগে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর তা সরাসরি হবিগঞ্জের পুটিজুরী এলাকায় নেয়া হবে এবং সেখানে দীপের শেষকৃত্য সম্পন্ন হবে।
গত মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া যান দীপঙ্কর দাস দীপ। গত বুধবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুয়ালালামপুরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
সিলেটের গোপালটিলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন দীপ। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক দৈনন্দিন জীবন নিয়ে তার হাস্যরসাত্মক কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর ভিডিওতে মা ও পরিবারের সদস্যরাও নিয়মিত অংশ নিতেন।
সিলেটে তাঁর অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী শেষবারের মতো দীপকে দেখতে চাইলেও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ সিলেটে আনা হবে না। মরদেহ দেশে পৌঁছালে সরাসরি হবিগঞ্জের পুটিজুরীতেই শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




