প্রায় ৩০ বছর পর সুনামগঞ্জ-৩ আসনে নিজ দলীয় প্রার্থী পেল বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০১ AM

প্রায় ৩০ বছর পর সুনামগঞ্জ-৩ আসনে নিজ দলীয় প্রার্থী পেল বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১১:০৫:১২ PM

প্রায় ৩০ বছর পর সুনামগঞ্জ-৩ আসনে নিজ দলীয় প্রার্থী পেল বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস

ছবি:সংগৃহীত


দীর্ঘ প্রায় ৩০ বছর পর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নিজ দলীয় প্রার্থী পেল বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের বন্যা। সোমবার কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী বোর্ড এ আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদের নাম ঘোষণা করলে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জামীতে উলামায়ে ইসলামের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। তাই এবারের নির্বাচনে আসনটি বিএনপির প্রার্থী নাকি শরিক দলের কাছে যাবে- তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সোমবার কেন্দ্র থেকে ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে।

অতীতের প্রেক্ষাপট

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে সর্বশেষ ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জয়নুল জাকেরীন ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে চারদলীয় ও ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী অংশ নিয়েছিলেন। ২০০৫ সালে এমপি আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি চারদলীয় জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন।
২০১৪ ও ২০২৪ সালের একতরফা নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।

প্রার্থিতা ঘোষণায় উচ্ছ্বাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুড়ে এখন অভিনন্দন ও শুভেচ্ছার ঝড়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে ভরিয়ে তুলেছেন প্রার্থীর সমর্থনে। তবে, মনোনয়ন বঞ্চিত কিছু সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীদের মধ্যে হতাশার সুরও শোনা যাচ্ছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাসিম ডালিম বলেন,
‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল-দলীয় প্রার্থী। তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা কয়ছর এম আহমদকে মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত।’

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন,
‘শরীক দলের কারণে দীর্ঘদিন আসনটি ছাড় দিতে হয়েছিল। অবশেষে ৩০ বছর পর নিজ দলের প্রার্থী পেয়ে আমরা উচ্ছ্বসিত।’

প্রার্থীর প্রতিক্রিয়া

দলীয় প্রার্থী কয়ছর এম আহমদ বলেন,‘সর্বপ্রথম আল্লাহপাকের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ আসনে দলীয় প্রার্থী দেওয়ার দাবি দীর্ঘদিনের-আজ তা পূরণ হলো। যারা মনোনয়ন পাননি তাদের সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’

ঐতিহ্যবাহী আসনে নতুন প্রত্যাশা

দীর্ঘদিন আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এ আসনে এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। ২৪ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ধানের শীষের পক্ষে উৎসাহ ও প্রত্যাশা স্পষ্টভাবে বেড়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন-এই ৩০ বছরের অপেক্ষার প্রতিদান এবার ভোটের মাঠে দিতে চান তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ন্যায় বি*চার হয়নি’-হাসিনা; ‘আশ্রয় নীতি অপরিবর্তিত ভারতের, সিলেটে আনন্দ মিছি*ল
প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা