ছবি:সংগৃহীত
দীর্ঘ প্রায় ৩০ বছর পর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নিজ দলীয় প্রার্থী পেল বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের বন্যা। সোমবার কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী বোর্ড এ আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদের নাম ঘোষণা করলে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ।
বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জামীতে উলামায়ে ইসলামের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। তাই এবারের নির্বাচনে আসনটি বিএনপির প্রার্থী নাকি শরিক দলের কাছে যাবে- তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সোমবার কেন্দ্র থেকে ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে।
অতীতের প্রেক্ষাপট
প্রার্থিতা ঘোষণায় উচ্ছ্বাস
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুড়ে এখন অভিনন্দন ও শুভেচ্ছার ঝড়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে ভরিয়ে তুলেছেন প্রার্থীর সমর্থনে। তবে, মনোনয়ন বঞ্চিত কিছু সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীদের মধ্যে হতাশার সুরও শোনা যাচ্ছে।
প্রার্থীর প্রতিক্রিয়া
ঐতিহ্যবাহী আসনে নতুন প্রত্যাশা
দীর্ঘদিন আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এ আসনে এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। ২৪ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ধানের শীষের পক্ষে উৎসাহ ও প্রত্যাশা স্পষ্টভাবে বেড়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন-এই ৩০ বছরের অপেক্ষার প্রতিদান এবার ভোটের মাঠে দিতে চান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




