২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বোরো আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার অংশ হিসেবে ২ কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক বোঝা কমাতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এতে চাষাবাদের গতিশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকৃত কৃষকরা। তাদের ভাষায়, মৌসুম শুরুর আগেই এ সহায়তা পাওয়ায় চাষাবাদ আরও সহজ ও কম খরচে করতে পারবো।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলী বলেন, কৃষকরা সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় সময়মতো ধান বুনতে পারবেন। প্রকৃত কৃষকরা যেন ধানের বীজ পান সেদিকে খেয়াল রাখতে হবে। সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় কৃষকরা উপকৃত হবেন।
জৈন্তা বার্তা/আরআর




